ভোট সমান, লটারিতে মেম্বার নির্বাচন

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৮

জেলা পরিষদ নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী নির্বাচিত হলেও জেলার একটি ওয়ার্ডে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। এখানে দুই মেম্বার পদ প্রার্থীর ভোট সমান সমান হয়ে যাওয়ায় লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত করা হয়েছে।

বুধবার জেলার চুনারুঘাট ১৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। লটারিতে নির্বাচিত প্রার্থী হলেন- অটোরিকশা প্রতীকের প্রার্থী মো. ফরিদ আহমেদ।

জানা যায়, বুধবার দুপুরে ওই আসনে ভোট গ্রহণ শেষে গণনা অনুষ্টিত হয়। গণনায় হবিগঞ্জ-১৩নং ওয়ার্ড (চুনারুঘাট) ফরিদ আহমেদ তালুকদার অটোরিকশা প্রতীকে ২৫ ভোট পান। একই আসনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মামুনুর রশীদ তালা প্রতীকে লড়ে ২৫টি ভোট পান। এর ফলে বিকেল পর্যন্ত এই আসনের কোনো ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

পরে সন্ধ্যায় উভয় প্রার্থীর সম্মতিতে জেলা পরিষদ নির্বাচনের জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক তাদের মধ্যে লটারির আয়োজন করেন। লটারিতে ফরিদ আহমেদ তালুকদার নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানান অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মামুনুর রশীদ। পরে জেলা প্রশাসক এ আসনটির ফলাফল ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :