সাত ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌ চলাচল স্বাভাবিক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৬, ১২:৩৬

প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু করেছে। বুধবার রাত ৩টা থেকে কুয়াশার বেশি থাকায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এছাড়াও সকালে পদ্মায় ঘনকুয়াশা বিরাজ করার স্বল্প দূরত্বেও দিকনির্ণয় করতে না পারায় বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচলও।

সকাল দশটার দিকে কুয়াশা কেটে গেল ফেরিসহ লঞ্চ, স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। এসময় মাঝ পদ্মায় নোঙর করে থাকা ফেরিগুলোও নিজ নিজ গন্তব্যের দিকে যাত্রা করে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল দশটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :