পা দিয়ে লিখে সমাপনী পাস করল প্রতিবন্ধী রাসেল

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১৬

হাত নেই, পা নেই শুধুমাত্র একটি ছোট্ট পা দিয়ে পরীক্ষা দিয়ে সমাপনী পাস করেছে সিংড়ার শারীরিক প্রতিবন্ধী রাসেল মৃধা।

তার অদম্য স্পৃহা ও মনোবল সকলকে করেছে মুগ্ধ। সে এবারের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শোলাকুড়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ ৩.১৭ পেয়েছে।

প্রতিবন্ধী রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া গ্রামের কৃষক আব্দুর রহিম মৃধার ছেলে। তার দুই হাত ও একটি পা নেই। শুধুমাত্র একটি ছোট্ট ৫ ইঞ্চি পা দিয়েই চলে তার খাওয়া-দাওয়া ও জীবন সংগ্রাম। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে বাম পায়ে কলম ধরে পরীক্ষা দিয়ে পাস করেছে। শারীরিক প্রতিবন্ধকতা হওয়া সত্বেও হাল ছাড়েননি রাসেলের বাবা-মা।

রাসেলের মা লাভলী বেগম জানান, তার দুটি সন্তান নিয়ে তিনি জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী এই ছেলের বেঁচে থাকার জন্য একটি কর্মই তাদের আশা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, এটা একটা আশ্চর্যজনক বিষয়। ছেলেটির হাত ও পা না থাকা সত্বেও ছোট্ট একটি পা দিয়ে লিখে পাস করা। তার অদম্য স্পৃহা সকলকে মুগ্ধ করেছে।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :