রাশিয়ার ৩৫ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৪ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৬, ০৯:৩১

প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও দেশটির কূটনীতিকদের ওপর হুমকির অভিযোগে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫ রাশিয়ান কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ওয়াশিংটন ডিসি দূতাবাস এবং সান ফ্রান্সিসকো কনস্যুলেটের এসব কূটনীতিককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসি, রয়টার্সের।

এছাড়া প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে মেরিল্যান্ড এবং নিউইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এমন দুটি রুশ কম্পাউন্ডও বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ান প্রধান গোয়েন্দা সংস্থা জিআরইউসহ দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপর।

গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তার জয়ের পরেই রাশিয়ার সঙ্গে ডেমোক্র্যাটদের টানাপোড়েন শুরু হয়। এর মধ্যেই ক্ষমতা হন্তান্তরের আগ মুর্হর্তে প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ান কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার এমন পদক্ষেপ গ্রহণ করলেন।

এক বিবৃতিতে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর রাশিয়ার এমন কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এবং রাশিয়ার কার্যক্রম সম্পর্কে নিজ দেশের জনগণকে সতর্ক থাকতে বলেন।

এছাড়া ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপচেষ্টা নিয়ে তার প্রশাসনের একটি প্রতিবেদন শিগগিরই কংগ্রেসে উপস্থাপন করা হবে বিবৃতিতে ওবামা জানান।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর পাল্টা ব‌্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্রেমলিন যে ব‌্যবস্থা নিতে যাচ্ছে, তাতে বড় ধরনের অস্বস্তিতে পড়বে যুক্তরাষ্ট্র।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :