বছরজুড়ে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৩:৩০ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:০৯
ফাইল ছবি

দেখতে দেখতে শেষের দিকে ২০১৬। আর মাত্র একদিন পরেই ২০১৭ সালকে স্বাগত জানাবে বিশ্ব। পরিবর্তনের ছোঁয়া লাগবে পঞ্জিকার পাতায়। উদিত হবে নতুন দিনের সূর্য। গেল বছরের পাওয়া না পাওয়ার গল্প ছেড়ে আগামী দিনের প্রত্যাশা নিয়ে পথ চলবে বিশ্ববাসী। তাতে করে অতীত ভুললেও চলবে না। নতুনকে গ্রহণ করার আগে চলুন দেখে আসি পুরাতনের উপাখ্যান।

২০১৬। দারুণ একটি বছর কেটেছে টাইগার সেনসেশন মোস্তাফিজুর রহমানের। দীর্ঘ নয় মাসের ইনজুরির চোবল বাদ দিলে বাকি সময়টা ছিল মোস্তাফিজময়। পুরো বছরে অসংখ্য মুকুট উঠেছে মোস্তাফিজের শোকসে। দুহাত ভরে কুড়িয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং ক্রিকেটবোদ্ধাদের প্রশংসা। এককথায় বছরজুড়েই ছিল মোস্তাফিজের কল্পকথা।

চলুন দেখা নেয়া যাক কেমন ছিল মোস্তাফিজের ২০১৬:

১. টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা বোলিং ২২ রানে ৫ উইকেট

২. ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬টি উইকেট শিকার

৩. সানরাইজার্স হায়দরাবাদ হয়ে আইপিএল চ্যাম্পিয়নের গৌরব

৪. আইপিএলে ১৬ ম্যাচ থেকে ১৭ উইকেট দখল

৫. আইপিএলের উদীয়মানের পুরস্কারে ভূষিত

৬. ইংল্যান্ডে অনুষ্ঠিত কাউন্টিতে সাসেক্সের হয়ে অভিষেকেই ২৩ রানে ৪ উইকেট শিকার

৭. ক্রিকইনফোর বর্ষসেরা উদীয়মান পুরস্কার গ্রহণ

৮. আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজ। ২০১৫ সালে ২২ গজে পথচলা শুরু মোস্তাফিজের। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১০টি ম্যাচে ২৮টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :