নয় ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌযান চলাচল শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:৪৪ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:২৬

প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফেরিসহ নৌ চলাচল স্বাভাবিক হয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল এই নৌরুটে।

এদিকে ফেরি চলাচল প্রায় প্রতিদিনই কিছু সময় বন্ধ থাকায় শিবচরের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে পারাপারের অপেক্ষায় থাকা পন্যবাহী পরিবহনের সংখ্যা বেড়েই চলছে। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট।

এছাড়াও ঘাট এলাকায় দূরপাল্লার নৈশকোচসহ শতাধিক যানবাহন আটকে পড়ে প্রচণ্ড শীতে যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নৌরুটের পদ্মায় কুয়াশা পরতে শুরু করে। রাত ১১টার দিকে এর মাত্রা বেড়ে গেলে দিকনির্দেশনামূলক বাতিগুলো অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এসময় মাঝ পদ্মায় ৭টি ফেরিসহ নৌরুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয়।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিক কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :