চাঁদপুরে ৩৬ শ্রমিকের কারাদণ্ড, দুই বাল্কহেড জব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৬, ১১:০২
অ- অ+

চাঁদপুর সদর উপজেলার পদ্মা নদীর পাড় রাজরাজেশ্বর এলাকা থেকে অবৈধভাবে চরের মাটি কাটার অপরাধে ৩৬ জন শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি বাল্কহেড জব্দ করা হয়।

শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদর উপজেলা ভূমি কর্মকর্তা) অভিষেক দাশ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল এই অভিযান পরিচালনা করেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব লেফটেন্যান্ট এম. আতাহার আলী জানান, প্রতি বছর এ মৌসুমে বাল্কহেড যোগে কিছু অসাধু মাটি ব্যবসায়ী চরের মাটি কেটে নিয়ে যায়। গোপন সংবাদে দীর্ঘ সময় অভিযান চালিয়ে শ্রমিকদের আটক করা হয়। জব্দকৃত বাল্কহেড দুইটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। ৩৬ শ্রমিককে ভ্রাম্যমান আদালতে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ জানান, আটক শ্রমিকদের অধিকাংশের বাড়ি পাবনা জেলার বিভিন্ন এলাকায়। কারাদন্ড দেয়ার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা