লক্ষ্মীপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৭:১১ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৭

লক্ষ্মীপুরের রায়পুরে গণপিটুনিতে রুহুল আমিন নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার চর ব্রিকম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার নিকট আটক হয় সে। পরে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে তাকে সোপর্দ করা হয়। পুলিশ প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিন একই উপজেলার চরলক্ষ্মী গ্রামের আসাদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে রায়পুরের চর মোহনা ইউনিয়নের চর ব্রিকম এলাকার ব্যবসায়ী শরীফের ঘরে কলাপচিবল গেইট ভেঙে ডাকাতির প্রস্তুতি নেয় ডাকাত দল। এ সময় স্থানীয় লোকজনের চিৎকারে অন্য ডাকাতরা পালিয়ে যায়। জনতার হাতে আটক হয় ডাকাত রুহুল আমিন। পরে স্থানীয়রা রুহুল আমিনকে গণপিটুনি দিয়ে রায়পুর থানায় সোপর্দ করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, আটক ডাকাত রুহুল আমিনকে জনতার হাত থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার জন্ম নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুর থানায় রুহুল আমিনের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে বলে ওই কর্মকর্তা আরও জানান।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :