চাঁদপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৩

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০১৬, ০৮:১১

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

চাঁদপুরে হরিজন কলোনীতে ঘরের ভেতরে ‘আগুন পোহাতে গিয়ে’ কিশোরসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড হরিজন সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে

অগ্নিদগ্ধরা হলেন রবি হরিজনের ছেলে সুনীল হরিজন, বিধান হরিজন ও তার কিশোর পুত্র বির হরিজন।

এর মধ্যে সুনীল হরিজনের পুরো শরীর, কিশোর বীর হরিজনের মুখ ঝলসে গেছে। এদের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তরত ডাক্তার তাদের ঢাকায় রেফার করে দেন।

আহত বিধান চন্দ্র হরিজন জানান, শীতের তীব্রতা থেকে বাঁচতে তারা আগুন পোহাচ্ছিল। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই প্রহলদের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এসআই প্রহলদ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি, তদন্ত ছাড়া ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।’

স্থানীয় একটি সূত্রে জানা যায়, হরিজন এলাকার কয়েকটি বাড়িতে বাংলা মদ বিক্রি করা হয়। যে পাত্রটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেটি  বাংলা মদ বানানোর পাত্র। আগুনের চুলার ওপর রেখে এ ধরনের পাত্রে মদ তৈরি করা হচ্ছিল বলে সূত্র জানিয়েছে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)