পাকুন্দিয়ায় হালদৌঁড় প্রতিযোগিতা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৯:১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কয়েক হাজার দর্শক উপভোগ করেছেন গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় হালদৌঁড় প্রতিযোগিতা। কেননা, একসময় গ্রাম-বাংলার সাধারণ জনগণের বিনোদনগুলোর মধ্যে হালদৌঁড় ছিল অন্যরকম। যেখানে হালদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো তার আশপাশের হাজার হাজার লোক তা উপভোগ করার জন্য ছুটে আসতেন। কিন্তু কালের গর্ভে গ্রাম বাংলার অনেক কিছুই আজ বিলুপ্তির পথে।

পাকুন্দিয়া পৌরসদরের বড়বাড়ি গজারিয়া বন্দে (মাঠ বিশেষ) প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হালদৌঁড় প্রতিযোগিতা।

শনিবার বিকালে হালদৌঁড় উপভোগ করতে জড়ো হন ৩-৪ হাজার দর্শক।

এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির ছোট ছেলে ও ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে’র পরিচালক রাসেল আহমেদ তুহিন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শাহজাহান মিয়া, পৌরসভার প্যানেল মেয়র হাসান মামুন, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ বাচ্চু, পৌর ছাত্রলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাপ্পু প্রমুখ।

প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :