টাঙ্গাইলে তাঁত ঘরে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৭, ১৫:৩৬

টাঙ্গাইলের ‘তাঁতপল্লী’ দেলদুয়ার উপজেলার চন্ডী গ্রামের নিতাই বসাকের বাড়ির তাঁত ঘর থেকে সকুমার নামে এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে তাঁত ঘরের ভেতরে বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুকুমারের বাড়ি উপজেলার দুল্যা গ্রামে। মৃত্যু, অপমৃত্যু নাকি হত্যা এ নিয়ে পুলিশ ও জনমনে নানা প্রশ্ন উঠে আসছে। মনে-মন্টুর শাড়ি নামে পরিচিত এই শাড়ি কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যুতে এলাকায় নানা আলোচনায় সৃষ্টি হচ্ছে।

মনে-মন্টু ও পলান বসাকের বাবা নিতাই বসাক বলেন, গত ২৫ বছর ধরে সুকুমার তাদের কারখানায় শ্রমিকের কাজ করে আসছে। সকালে সুকমারকে মৃত অবস্থায় দেখতে পায় প্রতিবেশী দুর্গা।

দুর্গা জানান, ভোরে সুকুমারের ভাই রনজিৎ দুর্গাকে সুকুমারের মৃতের খবর দেন।

প্রতিবেশী অন্যান্যরা বলেন, শুনেছি রাতে অসুস্থ হয় সুকুমার। তাকে মাথায় পানি দেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসকও ডাকা হয়।

এদিকে, স্থানীয়রা বলছেন, থার্টিফাস্ট নাইট উপলক্ষে অতিরিক্ত মদ পানের কারণে সুকমারের মৃত্যু হতে পারে। শোবার ঘর খোলা, শরীরে মাটি থাকা, পড়নের কাপড় ভেজাসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে স্থানীয়দের অনেকেই বলছে, তাকে কেউ পরিকল্পিতভাবে মেরে শোবার ঘরে রেখে গেছে।

সকুমারের ভাই রনজিৎ জানান, মনে-মন্টুর বাড়ির ফোন পেয়ে তিনি জানতে পারেন তার ভাই সুকুমার মারা গেছেন।

পুলিশও সুকুমারের মৃত্যুকে প্রাথমিকভাবে রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয়রা বিষয়টি থানায় না জানিয়ে ধামাচাপা দিয়ে মীমাংসা করার চেষ্টা করলেও পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কেউ থানায় মামলা করেননি। প্রাথমিকভাবে সকুমারের মৃত্যু রহস্যজনক মনে করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :