হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

ঢাকাটাইমস (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৭, ১৯:৫৮

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ইউপি মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রবিবার বিকালে সুজাতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের সাবেক মেম্বার এখলাছ উদ্দিন এবং বর্তমান মেম্বার গোলাপ মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বিকাল ৪টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আলমগীর ও রহমান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :