কাওড়াকান্দি-শিমুলিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চালু
প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। কুয়াশার তীব্রতার কারণে রাত সাড়ে ১১টা থেকে বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল। এসময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয় কমপক্ষে পাঁচটি ফেরি। তাছাড়া পরিবহন লোড করে উভয় ঘাটে অপেক্ষায় থাকে আরো ৬টি ফেরি।
সোমবার সকাল ৯টার দিকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল শুরু করে। এছাড়াও লঞ্চ ও স্পিডবোট চলাচলও স্বাভাবিক হয় সকাল ৯টা পরে।
এদিকে কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা পরিবহনের দীর্ঘ লাইন। ঘাটে আটকে থেকে দূরপাল্লার পরিবহনের যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। প্রায় তিন শতাধিক পরিবহন আটকে আছে ঘাট এলাকায়।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের টার্মিনাল পরিদর্শক মো. সায়েম রবিন জানান, কুয়াশার কারণে রবিবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে এই নৌরুটে। এ সময় রাত থেকে রোরোসহ দুটি ফেরি কাওড়াকান্দি ঘাটে পরিবহন লোড করে রাখা হয়। সোমবার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
(ঢাকাটাইমস/২জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন