মির্জাপুরে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৭, ১৪:৩৭

র‌্যালি, আলোচনা সভা ও বেকার তরুণ-তরুণীদে মধ্যে সুদমুক্ত ঋণ দেয়াসহ নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর সমাজ সেবা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল এগারোটার দিকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা প্রশাসন চত্বর এলাকা পরিদর্শন করে।

‘সমাজসেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন’ এই শ্লোগান নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।

পরে উপজেলার ৬০জন বেকার তরুণ-তরুণীদের মধ্যে ৭ লাখ ২৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :