সিংড়ায় প্রতিপক্ষের হামলা: আহত কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৫:৪৬ | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৭, ১৫:৪৪

খাস জমি ও আধিপত্য বিস্তার নিয়ে চলনবিলের সিংড়া উপজেলার রাতাল গ্রামে প্রতিপক্ষের ফলার আঘাতে আহত কৃষক আব্দুর রশিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোর ৪টার সময় তার মৃত্যু হয়।

নিহত কৃষক আব্দুর রশিদ উপজেলার রাতাল গ্রামের মৃত অমেদ আলীর ছেলে।

এদিকে আব্দুর রশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার রাতাল বাজারের পাশে একটি খাস জমির দখল নিয়ে কৃষক আব্দুর রশিদের সাথে একই গ্রামের আব্দুস সালাম ও ফরিদ হাজীর সাথে বিরোধ ছিল। এ নিয়ে গত কোরবানির ঈদের আগের দিন প্রতিপক্ষরা আব্দুর রশিদকে মারপিট করলে মারাত্মক জখম হন। এই ঘটনায় থানায় মামলা করেন। মামলা করার পর থেকে আব্দুর রশিদকে প্রতিপক্ষরা মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছিল এবং তার এক ভাইকেও মারপিট করে। পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষরা গত শুক্রবার রাতে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে আব্দুর রশিদকে ফলা (টেটা) বিদ্ধ করেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে নেয়া হলে অবস্থার অবনতি হয়। পরে রবিবার (১ জানুয়ারি) তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকায় নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :