কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি পরিদর্শনে সুইডেনের রাষ্ট্রদূত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৭, ১৯:৩৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে মহাবীর ঈশা খাঁর স্মৃতিজড়িত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি জঙ্গলবাড়ি পরিদর্শন করেছেন ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রিসেল।

সোমবার বিকালে জঙ্গলবাড়ির বৃহত্তর ভাটিরাজ্যের অধিপতি মহাবীর ঈশা খাঁর স্মৃতিজড়িত বাড়ি, দরবার হল ও পরিখা ঘুরে দেখেন।

পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এই রাষ্ট্রদূত। এতে তিনি লিখেন, ‘এটি একটি ঐতিহাসিক চমৎকার স্থান। দেখে মুগ্ধ হয়েছি। এই জঙ্গলবাড়ি ৪শ বছর আগের ইতিহাস। ঈশা খাঁ খুব সাহসী যোদ্ধা ছিলেন। তিনি মোঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।’

এই স্থানটিকে একটি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা এবং সংরক্ষণের জোর দাবি জানান রাষ্ট্রদূত।

এসময় তার সফরসঙ্গী ছিলেন- সুইডেন রাষ্ট্রদূতের ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার মিসেস মাজেদা হক।

এসময় উপস্থিত ছিলেন এনডিসি সোহাগ হোসেন, করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা আরা বেগম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, করিমগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান লিংকন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োজিত সাইট পরিচালক মো. আমিনুল হক, দেওয়ান জামাল দাদ খান, পপির জেলা সমন্বয়কারী সাইফুল কদ্দুছ প্রমুখ।

পরে তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :