দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১০:০০ | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৭, ০১:২৫

১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ভুমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য ঝাঁকুনি খেয়েছে বাংলাদেশ।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৯৩.২ কিলোমিটার।

ভুমিকম্পের হঠাৎ ঝাঁকুনিতে জেগে ওঠে ঘুমন্ত রাজধানীবাসী। অনেকে স্বজনদের ফোন করে ভূকম্পনের বিষয়টি নিশ্চিত হন।

এর আগে মঙ্গলবার বেলা তিনটা ৯ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

এ সময় তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে সুনামগঞ্জের ছাতকে এক স্কুলছাত্রী মারা গেছে। পৃথক ঘটনায় মৌলভীবাজারে সাতজন আহত হয়। এ ছাড়া ভৈরবে হেলে পড়েছে চারটি ভবন।

দিনের ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসায়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :