মাদারীপুরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
র্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার মাদারীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করা হয়।
সকালে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকের নেতৃত্বে ইটেরপোল এলাকা থেকে একটি বণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়। সেখানে কেক কাটা আর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভিন মাহমুদ আবিরের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা হয়।
এছাড়া জেলার শিবচর, কালকিনি, রাজৈরসহ বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন