চুয়াডাঙ্গায় ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:১৫

চুয়াডাঙ্গায় ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে রাফি নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরো তিন জন।

বুধবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খোকন খান, তার মেয়ে এ্যানিকে আশাঙ্কাজনক অবস্থায় হেলিকাপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানায়, সকালে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন আন্দুলবাড়িয়া নিজ বাড়ি থেকে বের হয়ে প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্যে বের হন।

প্রাইভেটকারটি আন্দুলবাড়িয়া বেলতলা রেলক্রসিং অতিক্রম করার সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিকে দুমড়ে মুচড়ে বিএনপি নেতার নাতি রাফি ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় আনোয়ার হোসেন খান খোকন, মেয়ে এ্যানি ও জামাতা রিপন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকাপ্টারে করে দুই জনকে ঢাকায় নেয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, লেভেল ক্রসিং ওই গেটটিতে গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :