আমরা মহাজোটের সঙ্গে নেই: রাঙ্গা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৪

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নেই। এখন পর্যন্ত জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের কথা ভাবছে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জে সমবায় ব্যাংকের বিএসবিএল কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিশদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, ‘প্রধানমন্ত্রীর একটা নতুন কনসেপ্ট বিরোধী দল ও সরকারি দল পার্লামেন্টে মারামারি না করে দেশের কল্যাণে আমরা একসাথে কাজ করতে পারি। যে কারণে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে।’

জাতীয় পার্টির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, ‘নির্বাচনের কৌশল হিসেবে অনেক সময় এলায়েন্স করা হয়। পরিস্থিতি বুঝে তখন আমরা বিবেচনা করবো। এখন পর্যন্ত আমরা এককভাবে নির্বাচনের কথাই ভাবছি।’

সমবায় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সমবায়ীদের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান সমবায় ব্যাংক সমবায়ীদের জীব মানোন্নয়নে রূপকল্প-২০২১ এর আলোকে বিশেষ আয় বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর কৃষকবান্ধব সরকার পাঁচ হাজার টাকা পর্যন্ত সমবায়ী কৃষকদের ঋণের সুদের ওপর ভর্তুকির অর্থ প্রদান করছে। এতে করে সমবায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।’

প্রতিমন্ত্রী জানান, নারায়ণগঞ্জ সমবায় ব্যাংক ভবনের দোকান বরাদ্দের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটা রাখার চেষ্টা করা হবে।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স কোম্পানি লি. এর চেয়ারম্যান আবুল কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন নুর

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এই বিভাগের সব খবর

শিরোনাম :