কুয়াকাটা সৈকতে দৃষ্টিনন্দন বালুর ভাস্কর্য

এসকে রঞ্জন, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৯:৩১ | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৭, ১৯:২৫

পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে বালু দিয়ে দৃষ্টিনন্দন ভাস্কর্য তৈরি করলেন চার তরুণ শিল্পী। আসন্ন মেগা বিচ কার্নিভালকে সামনে রেখে তাদের এ আয়োজন। তারা ইউনির্ভাসিটি অফ ডেভলপমেন্ট অলটারনেটিভ-এর চারুকলা অনুষদের শিক্ষার্থী।

কুয়াকাটাকে পর্যটকদের কাছে আকৃষ্ট করতে তাদের এ ব্যতিক্রমী এ উদ্যোগে মুগ্ধ হয়েছেন সবাই।

সরেজমিনে দেখা যায়, শিল্পীদের নিপুণ হাতে বালু আর রং তুলির আঁচরে ফুটে ওঠেছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ পর্যটন নগরী সাগরকন্যার সৌন্দর্য, সমুদ্র পাড়ের মানুষের কৃষ্টিকালচার।

‘ইতিহাস ও ঐতিহ্য’ নামে তাদের এ কার্যক্রম দেখতে সৈকতে পর্যটকসহ শত শত স্থানীয় লোকজন ভিড় জমিয়েছেন।

আগামী ১৩,১৪ ও ১৫ জানুয়ারি কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে মেগা বিচ কার্নিভাল। আর এ কার্নিভালকে সামনে রেখে দেশি-বিদেশি পর্যটকদের আরও বেশি পর্যটন সংশ্লিষ্ট করার জন্য তারা বালুর ভাস্কর্য তৈরি ধরেন। ব্যাতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুয়াকাটায় আগত পর্যটকরা। অভজারভেশন অফ নেচার এন্ড স্টাডি প্রোগ্রামের আওতায় প্রতিবছর পর্যটন মৌসুমে সমুদ্র সৈকতের কুয়াকাটার এ প্রদর্শনীর ধারা অব্যাহত রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

চারুশিল্পী সায়মা ঢাকাটাইমসকে বলেন, কুয়াকাটায় প্রথমবার এলাম। এর রূপে সত্যি আমি বিমোহিত।

বিশ্ববাসীর কাছে সেরূপ তুলে ধরতে চেষ্টা করেছি। যাতে ভ্রমণ পিপাসুরা এখানে আসে এর সৌন্দর্যে আমার মতো মুগ্ধ হয়।

এব্যাপারে পটুয়াখালী জুবলি স্কুলের চারুকলা শিক্ষক আলাউদ্দিন ঢাকাটাইমসকে বলেন, কক্সবাজারকে যেভাবে তুলে ধরা হচ্ছে, সাগরকন্যা কুয়াকাটা সে তুলনায় অনেকটাই পিছিয়ে। তাই অবেহেলিত কুয়াকাটার দৃশ্যপট তুলে ধরতে এ প্রচেষ্টা।

ইউনির্ভাসিটি অফ ডেভলপমেন্ট অলটারনেটিভ’র চারুকলা অনুষদের চেয়ারম্যান শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ ঢাকাটাইমসকে বলেন, অনুষদের ৪১জন নবীন শিল্পী চারদিন সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুয়াকাটার সৌন্দর্য ও এখানাকার মানুষের জীবনাচারণ নিয়ে কাজ করছে।

এই নবীন শিল্পীরা তাদের নিজস্ব উপলব্ধি, অভিজ্ঞতা ও মননশীলতা দিয়ে বালু ভাস্কর্য তৈরি করছেন।

এতে পর্যটকরা কুয়াকাটার প্রতি আকৃষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :