ভোলায় প্রথমবারের মতো তিন দিনের ইজতেমা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৭, ২২:৪৬

আম বয়ানের মধ্যদিয়ে ভোলায় প্রথমবারের মতো তিন দিনের জেলা ইজতেমা শুরু হবে বৃহস্পতিবার। সকাল থেকে তাবলিগ জামাতের দেশি ও বিদেশি আলেমদের বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হবে। জেলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট সংলগ্ন ময়দানে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

ইজতেমায় চার লাখের অধিক মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। সে অনুযায়ী ময়দানে চার লাখের অধিক মুসল্লিদের থাকার ব্যবস্থা করেছেন তারা।

ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

ইজতেমাজুড়ে একসাথে তিন হাজার মুসল্লির অজুর ব্যবস্থা, ১৪টি গভীর নলকূপ, ৫৫টি স্যালো টিউবওয়েল, দুই হাজার গণশৌচাগার, ১৫টি পুকুর, চারটি পুলিশের পর্যবেক্ষণ কক্ষ রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দুটি চিকিৎসা ক্যাম্প ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য একটি পাওয়ার প্লান্ট বসানো হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, ইজতেমা মাঠে মুসল্লিদের নিরাপত্তায় দুই শিফটে পুলিশের ৫১০ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোষাকে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার ইজতেমার শেষ হবে।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :