খাগড়াছড়ি আ’লীগের র্যালি
৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের কদমতলীস্থ জেলা আ’লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মোড় ঘুরে পৌর টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে অংশগ্রহণ করেন জেলা আ’লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আ’লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মললেন্দু চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও পাজেপ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সাধারণ সম্পাদক চন্দন কুমার দেসহ জেলা আ’লীগের সকল সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
র্যালি শেষে টাউনহল প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন