‘গণতন্ত্র রক্ষা দিবসে’ নীলফামারীতে আ.লীগের পৃথক কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০১৭, ১৫:১৯

৫ জানুয়ারি ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি পালনে জেলা শহরে উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আলাদা আলাদাভাবে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালন করেছে আওয়ামী লীগের দুই নেতৃত্ব।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে বিজয় র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্তরে সমাবেশ করে।

দেওয়ান কামাল আহমেদ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মহিলালীগের সভাপতি রাবেয়া আলীম, কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবীদ, ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক নোহেল রানা, জেলা যুবমহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী বক্তব্য দেন।

অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হকের নেতৃত্বে অপর বিজয় র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গি মোড়স্থ স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশ করে।

মমতাজুল হক ছাড়াও সমাবেশে পৌর আ’লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল হাসান আপেল বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :