মার্কেটটি নিয়ে অন্য রকম স্বার্থ জড়িত: মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ২২:৩৯ | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০১৭, ২১:২৫

গুলশানে পুড়ে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র আনিসুল হক। তবে তিনি বলেছেন, এই মার্কেট নিয়ে কিছু মানুষের অন্য রকম স্বার্থ জড়িত। কিন্তু সেটা করতে দেবে না ডিএনসিসি।

দোষারোপ করে কোনো সমস্যার সমাধান হবে না উল্লেখ করে মেয়র তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন ব্যবসায়ীদের।

ডিএনসিসি মার্কেট পুড়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র এ মার্কেট নিয়ে নানা বিষয়ের বিস্তারিত তুলে ধরেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে মেয়র বলেন, ‘আপনাদের এই দুর্গম যাত্রায় ডিএনসিসি আপনাদের পাশে থাকবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধ্বংসস্তূপের মধ্য থেকেই জীবন জেগে উঠবে সবার।’

ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, ‘একটি নিরপেক্ষ তদন্তের জন্য আপনারা অপেক্ষা করুন। তদন্ত পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে ডিএনসিসি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থেকে শহরবাসীর স্বার্থ রক্ষা করে যাবে।’ এই আশ্বাসের ওপর ব্যবসায়ীদের বিশ্বাস রাখতে বলেন মেয়র।

ঢাকা শহরকে পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য করা সিটি করপোরেশনের দায়িত্ব উল্লেখ করে মেয়র বলেন, ‘পাঁচ ফুট দশ ফুট জায়গা নিজের দখলে এনে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে সম্পদের পাহাড় গড়ে আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মকে নিরাপত্তা দেয়া যাবে না। তাই সবার কাছে সিটি করপোরেশন একটি মেসেজ দিতে চায়, আপনারা আমাদের প্রতিপক্ষ নন, আমরা আপনাদের প্রতিপক্ষ নই।’

মেয়র বলেন, ‘প্রতিনিয়ত শহরের প্রতিটি কোণায়-মহল্লায় মার্কেটে আগুন লাগছে। এটি আমাদের জন্য একটি বিরাট অশনিসংকেত। শহরকে জ্বলতে দেয়া যাবে না। শহরের প্রতিটি বাড়ি, প্রতিটি ঘর নিরাপদ করতে হবে। এতে যদি ব্যবসায়িক ক্ষতি হয়, কিংবা স্বার্থ ত্যাগ করতে হয়, দোকানপাট আবাসিক এলাকা সংস্কার করতে হয়, তবে তাই করা হবে।’

স্বেচ্ছাচারিতা কোনো শহরকেই বাসযোগ্য বা নান্দনিক করতে পারে না উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমরা পরস্পরকে দোষারোপ করে কোনোদিন কোনো সমস্যার সমাধান করতে পারব না। আমাদের পরস্পরের দোষারোপ বন্ধ করতে হবে। উত্তরণের মন্ত্র একটাই, পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা।’

মেয়র বলেন, ‘যিনি ওই মার্কেটে ব্যবসায় করেন তাদের সাথে আমার কোনো স্বার্থ নেই। আমার স্বার্থ হলো তাদের ব্যবসা করেতে দেওয়া, তিনি আমাকে টাকা দেবেন। এক বছর আগেওে এই মার্কেটে বেচাকেনা হতো লবিতে এবং সেখানে মালপত্র থাকত। আমাদের অনেক অনুরোধের পর এই ব্যবসায়ীরাই পরে শৃঙ্খলায় এসেছে।’

ডিএনসিসি মার্কেট সংস্কারের বিষয়ে বলেন, ‘নয় মাস আগে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম বিল্ডিংটাকে সুন্দর করতে। গত দুই দিন ধরে ডিএনসিসিকে ঘিরে কিছু মন্তব্য আপেক্ষিক অস্পষ্টতার জন্ম দিয়েছে। বিষয়টি পরিষ্কার করা আমাদের দায়িত্ব।’ এ সময় মেয়র কিছু ছবি ও কাগজপত্রের প্রমাণ সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন।

মেয়র বলেন, ‘আইনি কাঠামোর ভিত্তিতে ২০০৬ সালে মেট্রো গ্রুপের সাথে চুক্তি হয়। ‍এরপর ওনারা (ব্যবসায়ীরা) কেইস করেছেন, তারাও পাল্টা কেইস করেছেন। মেট্রো গ্রুপের সাথে আমি বসেছি তিনবার, ওনারা বসেছেন একবার কি দুবার। আমাদের একটাই কথা ছিল, ব্যবসায়ীদের স্বার্থ নষ্ট করে আপনাদের এখানে কিছু বানাতে দেয়া হবে না। ওনারা বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গে তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু ‍আজকে দশ বছর ধরে মেট্রো গ্রুপের ২৫ কোটি টাকা ‍আটকে রয়েছে। তারা তো রাইটফুল্লি ‍এটা নিয়েছে। কিন্তু ‍এসব কেসের কারণে ‍আমরা তাদের হ্যান্ডওভার করতে পারিনি।’

মেয়র বলেন, ‘আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব, ঝগড়া করে না। আর ঝগড়া করে ডিএনসিসির সঙ্গে সম্ভবই নয়। কারণ ডিএনসিসি ‍এই বিল্ডিংয়ের মালিক, ‍আমরা তাদের ভাড়া দিয়েছি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীর কাছে আমি সব বিষয়ে ভেঙে বলেছি। তিনি বলেছেন ‘যেটা রাইট সেটাই করবে। তবে তোমার প্রথম কাজই হলো তাদের সাহায্য করা। কিন্তু আন-ল’ফুল কোনো কাজ করবে না।’

ডিএনসিসি মার্কেট নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এই দীর্ঘ সময়েও কোনো সুরাহা না হওয়ার পেছনে কিছু মানুষের স্বার্থ রয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, ‘এখানে কিছু মানুষের অন্যরকম স্বার্থ জড়িত আছে। এই সরকার ও ডিএনসিসি সেটা করতে দেবে না।’

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :