ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০১৭, ২১:৩৭

মুন্সীগঞ্জ সিরাজদিখানে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই স্কুলের সিনিয়র শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২১ ডিসেম্বর শিক্ষক ফরিদ সরকার বার্ষিক পরীক্ষার খাতা দেখার কথা বলে তার বাসায় ওই ছাত্রীকে ডেকে নেয়। ছাত্রী ঘরে প্রবেশ করলে দরজা আটকিয়ে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ছাত্রীর বাবা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন।

পরে আজ বিকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয় এবং এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ জানান, গত ১ জানুযাররি শিক্ষক ফরিদ সরকারের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর নির্দোষ প্রমাণিত হলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :