লিটন হত্যা: প্রতিদিন জামায়াতের একই বিবৃতি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১১:৫৭ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৭, ০৮:৫৪

গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার পেছনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার অভিযোগ উঠার পর থেকে প্রতিদিন জামায়াত এক বা একাধিক বিবৃতি পাঠাচ্ছে গণমাধ্যমে। প্রতিটি বিবৃতির ভাষাই মোটামুটি একই রকম। তবে একেকদিন বিবৃতি দেয়া হচ্ছে একেকজনের পক্ষ থেকে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, একই বিষয়ে জামায়াতের প্রতিদিনের বিবৃতি সন্দেহজনক। তারা বলছেন, জামায়াত যদি এই ঘটনায় জড়িত নাই থাকে, তাহলে এমনটি হওয়ার কথা নয়।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় সংসদ সদস্য লিটনকে। ওই এলাকাটি জামায়াত-শিবিরের সহিংসতাপ্রবণ। ২০১৩ সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত শিবির ওই এলাকার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশকে হত্যা করে জামায়াত-শিবির কর্মীরা।

দশম সংসদ নির্বাচনের আগে পরেও সুন্দরগঞ্জে ব্যাপক সহিংসতা চালায় জামায়াত। ২০১৫ সালেও ওই এলাকায় ব্যাপক নাশকতা করে দলটি। এসব নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন লিটন। এখন ওই এলাকায় জামায়াত অনেকটাই কোণঠাসা।

এর মধ্যেই লিটনের খুন হওয়াটা সরকারি দলের জন্য এক বিরাট ধাক্কা। আর হত্যার পর থেকেই জামায়াতকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন ক্ষমতাসীন দলের নেতারা। পুলিশ এখন পর্যন্ত যতজনকে আটক করেছে তাদের বেশিরভাগই জামায়াত-শিবিরের রাজনীতিতে জড়িত।

৫ জানুয়ারি জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান তার বিবৃতিতে বলন, ‘গাইবান্ধা-১ আসনের জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারো কোন সম্পর্ক নেই।’

একই বিষয়ে আগের দিনও বিবৃতি দেয় জামায়াত। এই বিবৃতি আসে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ আজাদের নামে। তিনিও বলেন, ‘ঐ হত্যাকা-ের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’

এর আগে গণমাধ্যমে বিবৃতি পাঠান জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। এতেও তিনি লিখেন, ‘সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।’

২ জানুয়ারি গণমাধ্যমে এই বিবৃতি পাঠান সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এতে তিনি লিখেন, ‘জামায়াত ও ছাত্র শিবির সন্ত্রাসে বিশ্বাস করে না। তাই সাংসদ লিটন হত্যার সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। নিজেদের দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়ার জন্যই এই কাজ করছে আওয়ামী লীগ।’

সংসদ সদস্য লিটন হত্যার পর জামায়াত গণমাধ্যমে প্রথম বিবৃতি ঘটনার পরদিন। ১ জানুয়ারি ওই বিবৃতি পাঠান জামায়াতের নায়েব আমির মুজিবুর রহমান। এতে তিনি লিখেন, ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই কোন হত্যাকা-ের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। প্রকৃত খুনিদের আড়াল করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে এ সব বক্তব্য দেয়া হয়।’

একই বিষয়ে প্রায় প্রতিদিনই জামায়াতের পক্ষ থেকে কেন একই ধরনের বিবৃতি পাঠানো হচ্ছে-জানতে চাইলে দলটির একাধিক নেতার মোবাইল ফোনে কলা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর থেকেই দলের নেতারা আত্মগোপনে রয়েছেন। তাদের ফোন নম্বরের সবগুলোই বন্ধ পাওয়া গেছে।

আওয়ামী লীগ যা বলছে

যোগাযোগ করা হলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ঢাকাটাইমসকে বলেন, ‘জামায়াতের এসব বিবৃতির মানে হচ্ছে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। নইলে তারা প্রতিদিন নাম পাল্টে একই বিবৃতি কেন দেবে?’।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘অতীতে দেশজুড়ে যেসব গুপ্তহত্যা হয়েছিল এবং এরপর যাদের আটক করা হয়েছিল, তাদের বেশিরভাগই জামায়াত শিবিরের। তাছাড়া সুন্দরগঞ্জে তারা এর আগেও ব্যাপক সন্ত্রাস চালিয়েছে। লিটনকে হত্যার হুমকিও তারা একাধিকবার দিয়েছে। এসব কারণেই জামায়াতকে ঘিরেই আমাদের সন্দেহ।’

অবশ্য কেবল আওয়ামী লীগ নয়, লিটনের পরিবারের পক্ষ থেকেও এই হত্যার জন্য জামায়াতকেই দায়ী করা হয়েছে। লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিও বলেছেন, গোলাম আযমের অনুসারীরাই তার স্বামীকে হত্যা করেছে।

ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :