কাকতাড়ুয়ার অট্টহাসি

জাহাঙ্গীর বাবু
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৭, ১০:৩০

অনুর্বর জমিনে ভালোবাসার চাষাবাদে ক্ষতিগ্রস্ত এক ব্যর্থ কৃষক।

প্রকৃতির পলি নেই জমিনে, বিরূপ প্রকৃতি,

প্রকৃতির বিফল কৃত্রিমতার কাছে

রাসায়নিক নির্ভর আবাদে শুরুতে ফসল ভালো হলেও

শেষটা অসুন্দর, ধ্বংস হচ্ছে জমিন, ভালোবাসার বুকের জমিন।

মোলায়েম স্নিগ্ধ নিগূঢ় নিখাঁদ ভালোবাসা বিলীন

জোতদার, জমিদার, বিত্ত দানবের কাছে!

গৃহপালিত পশু মোটাতাজাকরণের সাময়িক পদ্ধতি দিয়েও ব্যর্থ

ভালোবাসা-প্রেম-বিশ্বাস-লাবণ্য।

কেন যে অসময়ে কৃষক হওয়ার স্বপ্ন জাগলো মনে! ভালোবাসার চাষাবাদে সফল কৃষকের প্রত্যয়নপত্র কি সবাই পায়?

অনাবাদি পতিত থাক বুকের জমিন, কীট পতঙ্গে আক্রমণ করুক;

ইঁদুর গর্ত করেছে, সাপের বসবাস, সাপ-নেউলের কসরত,

শেয়াল, কুকুরের অবাধ বিচরণ ভালোবাসার বুকের জমিনে।

বুকের জমিনের পাশে ছিল একটা আদি কালের বটবৃক্ষ;

ডাকতো কোকিল, ময়না, টিয়া,

ভূমিদস্যু, বনদস্যু, ভালোবাসার ধর্ষক, অভাব, দরিদ্রতা,

বাস্তবতার মিছিল উপড়ে ফেললো, জ্বালিয়ে দিলো কালের সাক্ষী,

ভালোবাসার নিদর্শন সেই বটবৃক্ষ।

এখন সেখানে মৃত কঙ্কালসার বৃক্ষ ঠাঁয় দাঁড়িয়ে, সে গাছের ডালে বসে শকুন, বসে হুতুম, ডাকে কাক!

বর্ষায় তলিয়ে যাওয়া, খরায় শুকনো, চৌচির, বিরান বুকের জমিনে

কে যেন পুঁতে গেছে, একটি কাকতাড়ুয়া!

ভরদুপুরে, নিশুতি রাতে হঠাৎ অট্টহাসি দেয় কাকতাড়ুয়া

পরিহাস করে, বিরান ভালোবাসার জমিনের, ব্যর্থ কৃষকের!

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :