শ্রীমঙ্গলে আটকা পড়েছে তিন শতাধিক পর্যটক

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৭, ১২:২৪

পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে বিভিন্ন হোটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউজ ও থ্রি স্টার গ্রেট সুলতান টি রিসোর্টে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। হঠাৎ ডাকা এই ধর্মঘটে বিপাকে পড়েছেন দেশি-বিদেশি পর্যটকেরা।

বিজিবি সদস্যের সঙ্গে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জেরে বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয়। এতে শতাধিক লোক আহত হন। ভাঙচুর করা হয় দোকানপাট ও গাড়ি। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার ভোর ছয়টা থেকে চলছে এই ধর্মঘট।

গ্রেড সুলতান টি রিসোর্টের গণসংযোগ কর্মকর্তা পলাশ চৌধুরী ঢাকাটাইমসকে জানান, প্রাইভেট গাড়িও শ্রীমঙ্গল থেকে ছেড়ে যেতে পারছে না। ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এজন্য পর্যটকেরা আটকা পড়েছেন। তবে তারা নিরাপদে আছেন এবং তাদের সবধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানান পলাশ।

এদিকে শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে ঢাকা-সিলেটসহ সারা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে শ্রীমঙ্গল। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :