অস্ত্রসহ ১২ জলদস্যুর আত্মসমর্পণ

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২২:২৪ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০১৭, ১৭:১০

পটুয়াখালীর কুয়াকাটায় সুন্দরবনের নোয়া বাহিনীর প্রধানসহ ১২ জলদস্যু আত্মসমর্পণ করেছেন। শনিবার বেলা ১টার দিকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে আনুষ্ঠানিকভাবে তারা স্বরাষ্টমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

এসময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামানসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণকারীরা হলেন নোয়া বাহিনীর প্রধান মো. বাকি বিল্লাহ মিয়া (৩৭), মো. মনিরুল শেখ (৩৮), মো. মানজুর মোল্লা ওরফে রাঙ্গা (৪২), মো. মুক্ত শেখ (৩৭), মো. তরিকুল শেখ (৬০), মো. আকবর শেখ (৪২), মো. কিবরিয়া মোড়ল (৪০), মো. জাহাঙ্গীর শেখ ওরফে মেজ ভাই (৪৮), মো. আল আমিন সিকদার (৫০), মো. ইউনুচ শেখ ওরফে দুলাল ঠাকুর (৪০), মো. মিলাদুল মোল্লা ওরফে কালু ডাকাত (২৮) ও মো. মোশারফ হোসেন (৩৭)।

তাদের সবার বাড়ি বাগের হাট জেলার মংলা ও রাম পালের বিভিন্ন এলাকায়।

আত্মসমর্পণের সময় জলদস্যুরা র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাতটি বিদেশি একনালা বন্দুক, আটটি বিদেশি দোনালা বন্দুক, দুইটি বিদেশি এয়ার রাইফেল, তিনটি ওয়ান শুটার গান, একটি রাইফেল, একটি বিদেশি রাইফেল, তিনটি বিদেশি কাটা বন্দুক এবং ১১০৫ রাউন্ড তাজা গোলাবারুদ জমা দিয়েছেন।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :