কালকিনিতে ব্যবসায়ী জুয়েল হত্যার বিচার দাবি
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার ব্যবসায়ী মো. জুয়েল মৃধা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই এলাকাবাসী।
রবিবার সকালে খালেকের হাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন নিহতের ভাই সোহেল মৃধা, আবদুশ সালাম, মো. শিপন, হাকিম সরদার ও সেন্টু মুন্সিসহ অনেকে।
বক্তারা বলেন, আমরা জুয়েল হত্যাকারীদের আইনের আওতায় এনে অতি দ্রুত বিচারের দাবি জানাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, আমরা ইতোমধ্যে এনায়েতনগরে আইন শৃংখলা সভা করেছি। সভায় জুয়েল হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সাধারণ মানুষদের সহযোগিতা চেয়েছি। হত্যাকারীরা মাটির তলে লুকিয়েও বাঁচতে পারবে না। তাদের গ্রেপ্তার হতেই হবে।
গত বছরের ৩১ ডিসেম্বর সকালে এনায়েতনগর এলাকার খানকান্দি গ্রামের নান্না মৃধার ছেলে ব্যবসায়ী জুয়েল মৃধাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন