বনভান্তের ৯৮তম জন্মদিন উদযাপন

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৭, ১৭:৫৮

জাঁকজমকভাবে প্রয়াত বৌদ্ধসাধক সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র ৯৮তম জন্মদিন উদযাপিত হয়েছে। রবিবার রাঙামাটির রাজবন বিহারে ভোরে কেক কেটে ও বেলুন উড়িয়ে জন্মদিনের সূচনা করা হয়।

বনভান্তের শিষ্য প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ও খাগড়াছড়ির গামারিঢালা বন বিহার অধ্যক্ষ বোধিপাল মহাথের ভিক্ষুসংঘকে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

এর আগে বনভান্তের মমিতে ভিক্ষুসংঘ ও হাজারো পূণ্যার্থী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের জ্যেষ্ঠ সভাপতি গৌতম দেওয়ান বনভান্তের মমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকালে উপাসক উপাসিকারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করে। সম্পাদন হয় সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ দানকার্য।

এরপর পঞ্চশীল গ্রহণ করা হয়। বনভান্তের জন্মদিন উপলক্ষে রাজবন বিহারকে বর্নিল সাজে সাজানো হয়। জন্মদিন পালনের মধ্যে দিয়ে রাজবন বিহারকর্তৃক সপ্তাহব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।

১৯২০ সালে ৮ জানুয়ারি রাঙামাটির মোরঘোনা এলাকায় জন্মগ্রহণ করেন বনভান্তে। ২০১২ সালে ৩০ জানুয়ারি তিনি পরিনির্বাণ (প্রায়ান) লাভ করেন। বনভান্তের মরদেহ মমি আকারে সংরক্ষণ করে রাজবন বিহারে সংরক্ষিত আছে।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :