‘উদ্যোক্তা শ্রেণী ব্যবস্থাপনা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:৪৪

ড. বিচোওয়ানা রতনউইবনসুম এবং প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী রচিত ‘উদ্যোক্তা শ্রেণী ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়সমূহ বাংলাদেশে কার্যকরী: একটি সরেজমিন পর্যালোচনা’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠান শনিবার ২য় দ্বিবার্ষিক বাংলাদেশ একাডেমী অব ব্যবসা প্রশাসনের শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.বি.এ ভবনে অনুষ্ঠিত হয়। এতে ওয়েস্টার্ন কানটারি বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রফেসর ড. আফজাল রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ফ্রান্সের কেডিজি বিজনেস স্কুলের প্রফেসর ড. সাজ্জাদ জসিম উদ্দিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ডিন প্রফেসর শরীফ নূরুল আকাম। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. শাহীদুর রহমান।

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, বাণিজ্য বিভাগ ড. ইসরাত জাহান বিশেষ বক্তা ছিলেন। এতে ডেফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কুদরত-ই-খুদা বাবু মুখ্য আলোচক ছিলেন।

প্রধান অতিথি ওয়েস্টার্ন কানটারি বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রফেসর ড. আফজাল রহিম মন্তব্য করেন যে, গ্রন্থটি বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণীর দক্ষতা বৃদ্ধি ও কার্যকারিতা সৃষ্টিতে সহায়তা করবে।

সবাই গবেষণা গ্রন্থের জন্য লেখকদ্বয় ড. বিচোওয়ানা রতনউইবনসুম এবং প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :