চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৭| আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৮
অ- অ+

চাঁদপুর সদর উপজেলা সাহেব বাজার ঘাসপুর এলাকার সিএনজি অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত তাফাজ্জল মিজি ওই এলাকার মিজি বাড়ির মৃত জয়নাল আবেদীনের বড় ছেলে।

রবিবার বিকালে সাহেব বাজার এলাকার রাস্তা পারাপার হওয়ার পথে চলন্তগামী একটি সিএনজি রিকশা এসে হঠাৎ ধাক্কা দিলে তাফাজ্জল রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রায় ১ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে তাফাজ্জল মিজির ছোট ভাই জাহাঙ্গীর মিজি অভিযোগ করেন, তার ভাইকে সালিশে বৈঠকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে অন্য ভাইয়ের পরিবার। তবে তাদের কেউ বলতে পারেনি কে বা কারা পিটিয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সরকারি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. বেলাল হোসাইন বলেন, তাফাজ্জল মিজিকে আহত অবস্থায় সিএনজি অটোরিকশাচালক হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা