নাসিরনগর হামলায় আরো এক আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৭, ২২:৫১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের আরো এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি হলেন নাসিরনগর উপজেলার চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি সুরুজ আলী।

রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার চাপৈরতলা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুরুজ আলীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, আশুতোষ খেলার মাঠে সমাবেশের দিন সুরুজ আলীর বক্তব্য দেয়ার প্রমাণ মিলেছে ভিডিও চিত্রে।

এর আগে গত ৩০ অক্টোবর উপজেলা সদরের সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ৪ নভেম্বর চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করা হয়।

রসরাজ দাস নামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ এনে নাসিরনগর সদরে হিন্দু বসতি ও মন্দিরে আগুন ও ভাঙচুর করা হয়।

এসব ঘটনায় এর আগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় হামলার মূল হোতা বলে সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা আঁখিকে। তাকে রবিবার সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ গ্রেপ্তার সুরুজ আলীকে ৩০ অক্টোবরের মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :