চাঁদপুরে কারেন্ট জাল-জাটকাসহ আটক ১০
চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌ-পুলিশ অবৈধ দুই লাখ মিটার কারেন্টজাল, ৫০ কেজি জাটকা,দুইটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১০ জন জেলেকে আটক করেছে।
চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিয়মিত অভিযান হিসেবে পদ্মা-মেঘনা নদীতে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চলে। এ সময় পদ্মা-মেঘনা নদীর মোহনা এলাকা হতে অবৈধভাবে কারেন্ট জালের মাধ্যমে জাটকা শিকারকালে ১০ জন জেলেকে আটক করা হয়। এদের সাথে থাকা দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৫০ কেজি জাটকা ও দুইটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন- আল-আমিন, শাহিন, কাদির, দেলোয়ার, হযরত আলী, মাজারুল, ইব্রাহিম বেপারী, মহাসিন, আলী ও আল-আমিন। এদের বাড়ি মেঘনা নদীর পশ্চিম পাড়ে রাজরাজেশ্বর, চিড়ারচর ও মেঘনা কুমিল্লা এলাকায়।
(ঢাকাটাইমস/৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন