কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়ি যাচ্ছে ১৫ জানুয়ারি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

আগামী ১৫ জানুয়ারি কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে নেয়া হচ্ছে। এর ফলে নৌপথের দূরত্ব ৮ কিলোমিটার কমে যাবে। এমনটাই জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার বিকালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নৌমন্ত্রী বলেন, ঈদের সময় শিশু-কিশোরসহ সব বয়সের মানুষকে হেঁটে অনেক কষ্টে ফেরি কিংবা লঞ্চে উঠতে হয়। এই কষ্ট লাঘব হবে কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর করা হলে। দক্ষিণাঞ্চালের মানুষের জন্য এটি হচ্ছে সুখবর।

তিনি বলেন, এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইতোমধ্যে এই পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক উদ্বোধন করেছেন। ফলে খুব সহজেই রাজধানী ঢাকায় পৌঁছতে পারবেন দক্ষিণাঞ্চলের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)