ভুয়া জন্মসনদে বিয়ের আয়োজন, পিতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০১৭, ২০:২৫

লক্ষ্মীপুরের কমলনগরে মেয়ের বয়স বাড়িয়ে ভুয়া জন্মসনদ তৈরি করে সদ্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীর বিয়ের আয়োজন করার অভিযোগে মো. সিরাজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে আটক করা হয়। আটক সিরাজ উপজেলার চরকাদিরা এলাকার বাসিন্দা।

কমলনগর থানার উপপরিদর্শক মানিক বড়ুয়া জানান, উপজেলার চরবসু পাটারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ আছাম আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছে স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে ছাত্রীটির পিতা সিরাজকে থানায় ডেকে আনা হয়। এ সময় তার কাছে ছাত্রীটির বয়স বাড়ানো একটি ভুয়া জন্মসনদ পাওয়া যায়। পরে তাকে থানাহাজতে আটক করে রাখার পাশাপাশি তার পরিবারকে ওই বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।

তিনি আরও জানান, ভুয়া জন্ম সনদ তৈরি করে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে আটক সিরাজকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :