রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রথম আলোর সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১২:৫০ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৭, ০৯:৫৪

রাজধানীর পান্থপথে প্রাইভেটকারের ধাক্কায় প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা সিটির সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে পান্থপথ ক্রসিং থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন জিয়া। বসুন্ধরা সিটির সামনে আসার পর একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপরিদর্শক বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে আনার পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় সমবেদনা জনিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি তার আশু সুস্থতা কামনা করেছেন।

জিয়া ইসলামকে সাহসী ফটোগ্রাফার উল্লেখ করে আরিফুর রহমান বলেন, ‘২০০১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তৎকালীন বিডিআর এর হাতে বেধড়ক পিটুনি খেতে খেতে বিডিআর বনাম উন্মত্ত আমিনী সমর্থকদের সংঘর্ষের ছবি তুলেছিল জিয়া। আড়ালে থেকে দেখছি আর চোখের পানি ফেলছি। কি অসাধারণ পেশাদারিত্ব। বহুদিন একসাথে কাজ করেছি।’

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মারত্মক অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জিয়া ইসলাম । ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে আছেন জিয়া। জিয়া ভালো হয়ে ওঠো। এই দোয়া করছি।’

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :