সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৭, ১৩:৫৬

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে হত্যার দায়ে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান জনাকীর্ণ আদালতে এই রায় দেন। এসময় আসামি অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ গোয়ালঘরে বেঁধে রাখে স্বামী আলমগীর। পরের দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে একমাত্র আাসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামি আলমগীরকে গ্রেপ্তার করে। গত ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আসামি আলমগীর ছয় মাসের জামিন নিয়ে পালিয়ে যান। এই মামলায় আদালত ২০জনের সাক্ষ্যগ্রহণ করেছে।

২০০৭ সালের ২৮ অক্টোবর মামলার অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা শাহ আলম মুন্সী।

এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাধব সাহা ও আতাউর রহমান ভুইয়া ফরিদ।  বাদী পক্ষের আইনজীবী ছিলেন প্রাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট আব্দুস সালাম।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/প্রতিনিধি/ইএস)