ডুবোচরে পাঁচ ঘণ্টা আটকে থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৭, ০৮:৩০
অ- অ+

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের হাজরা চ্যানেলমুখে নাব্য সংকটের কারণে ডুবোচরে আটকে পড়ে ফেরি চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। গেল রাত ১২টার দিকে শিমুলিয়া থেকে কাওড়াকান্দি আসার পথে রোরো ফেরি শাহ মুখদুম হাজরা চ্যানেল মুখের ডুবোচরে আটকে পড়ে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, বুধবার কুয়াশা না থাকলেও ডুবোচরে আটকে থাকার কারণে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। চ্যানেলমুখে নাব্য সংকটের কারণে রাতে রোরো ফেরি শাহ্ মুখদুম আটকে যায়। চেষ্টা চালিয়ে ভোর পাঁচটার দিকে ডুবোচর মুক্ত হলে ফেরি চলাচল স্বাভাবিক হয় এই নৌরুটে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাওড়াকান্দি ঘাটে রাত থেকেই পরিবহনের চাপ বেড়ে যায়। পারাপারের অপেক্ষায় রাত থেকেই ঘাটে কয়েকটি ফেরি পরিবহন লোড করে রাখে। বুধবার সকাল থেকে ফেরি চলাচল শুরু করলে যানবাহনের চাপ একটু কমে ঘাট এলাকায়।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের টার্মিনাল পরিদর্শক মো. সায়েম রবিন জানান, রাত ১২টার দিকে ডুবোচরে হাজরা চ্যানেলমুখে একটি ফেরি আটকে যায়। ভোরের দিকে ফেরিটি ডুবোচর মুক্ত হলে ফেরি চলাচল স্বাভাবিক হয় নৌরুটে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা