ওয়েলিংটনে ১৫০ রানও করতে পারেনি বাংলাদেশ

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৭, ১৩:১২ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৭, ১৬:৪৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে বাংলাদেশ এখন ওয়েলিংটনে। বেসিন রিজার্ভে ম্যাচটি শুরু হবে আগামীকাল। এই ভেন্যুতে এর আগে দুইটি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা।

২০০১ সালে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটিতে ইনিংস ও ৭৪ রানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচের দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ১৩২ ও ১৩৫।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন হাবিবুল বাসার। আর দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৩ রান এসেছিল আল শাহরিয়ারের ব্যাট থেকে।

২০০৮ সালে এই ভেন্যুতে কিউইদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ইনিংস ও ১৩৭ রানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচের দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪৩ ও ১১৩।

ওয়েলিংটন প্রথম টেস্ট শেষে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২০ জানুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/এসইউএল)