সাভারে র‌্যাবের অভিযানে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৬:৩২ | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৭, ১৪:১৩

সাভারে র‌্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময় র‌্যাব টুটুল নামের এক যুবককে ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্রসহ আটক করেছে। আটক টুটুল সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে। তবে এ ব্যাপারে র‌্যাব-৪ ও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

বুধবার ভোররাতে জনৈক লিয়াকত আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত ঢাকাটাইমসকে জানান, সকালে স্থানীয় ইউপি মেম্বার আমিনুল ইসলাম মাসুম (৮নং ওয়ার্ড) তাকে বিষয়টি অবগত করেন এবং র‌্যাব সদস্যরা তাকে ঘটনাস্থলে ডেকে পাঠান। পরবর্তী সময়ে তিনি ঘটনাস্থলে যাওয়ার পর র‌্যাব সদস্যরা তাকে নিহত ওই যুবকের লাশ দেখালে তিনি ওই যুবককে চিনেন না বলে জানান। র‌্যাব সদস্যরা এসময় ওই বাড়ি থেকে টুটুলকে তিনটি অস্ত্রসহ আটক করে নিয়ে যান।

কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম মাসুম ঢাকাটাইমসকে জানান, সকালে তিনি বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। দেখতে পান মেলারটেক এলাকার মৃত লিয়াকত আলীর বাড়িতে তার ছেলে টুটুলের কক্ষে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে আছে।

এছাড়া তিনি আরও জানান, র‌্যাব সদস্যরা লিয়াকত আলীর ছেলে টুটুলকে আটক করে নিয়ে যায়। এসময় তার কাছ থেকে তিনটি অস্ত্রও উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের হাতে আটক টুটুল মাদকসেবী ছিলেন। টুটুলের মায়ের অভিযোগে স্থানীয়ভাবে বেশ কয়েকবার টুটুলের বিচার করা হয়েছে বলেও জানান ইউপি সদস্য মাসুম।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :