কালকিনিতে ব্যবসায়ী জুয়েল হত্যা: দুই আসামি ঢাকায় গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার ব্যবসায়ী মো. জুয়েল মৃধা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. মন্টু খা ও মাহফুজ খা।
মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতেই কালকিনি থানায় নিয়ে আসা হয়।
বুধবার সকালে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদেকালকিনি থানার এসআই ও এ হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার বাড্ডার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।
গত বছরের ৩১ ডিসেম্বর সকালে প্রকাশ্যে ব্যবসায়ী মো. জুয়েল মৃধাকে কুপিয়ে হত্যা করা হয়।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন