কৃষিবিদ ড. নিয়াজ পাশার দাফন সম্পন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৭, ১৫:২৫

রাজধানীতে দুই দফা ও কিশোরগঞ্জে এক দফা জানাজা শেষে জেলার ইটনার লাইমপাশায় চতুর্থ বারের জানাজা শেষে কৃষিবিদ, সাংবাদিক ও লেখক ড. নিয়াজউদ্দিন পাশার (নিয়াজ পাশা) লাশ দাফন করা হয়েছে।

বুধবার সকালে নিজ গ্রাম ইটনার লাইমপাশায় তাকে দাফন করা হয়।

ব্রেইন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ও বাকশক্তিহীন হয়ে ১৫ দিন চিকিৎসাধীন থেকে সোমবার রাত সোয়া ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ড. নিয়াজ পাশার মরদেহ নেয়া হয় রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসায়। সেখানে মঙ্গলবার বাদ ফজর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সে ড. পাশার মরদেহ আনা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল ফার্মগেটের সার্ক এগ্রিকালচার সেন্টারে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে সহকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষিবিদরা তাকে শেষবারের মত দেখার সুযোগ পান।

পরে সকাল ৯টা ৩৫ মিনিটে বিএআরসি চত্বরে ড. নিয়াজ পাশার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বাদ আসর কিশোরগঞ্জের শহীদী মসজিদে জানাজা হয়। এর আগে কিশোরগঞ্জ প্রেসক্লাবে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্লাবের দায়িত্বশীলরা। তিনি এ ক্লাবের আজীবন সদস্য ছিলেন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :