মাদারীপুরে বাসচাপায় স্বর্ণ ব্যবসায়ী নিহত
মাদারীপুরে বাসচাপায় জগদিশ দাস নামে ৩২ বছর বয়সী এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার বিকাল পাঁচচার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জগদিশ শরীয়তপুরের পালং এলাকার ধীরেন দাসের ছেলে। তিনি স্বর্ণ ব্যবসা করতেন।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফায়কুজ্জামান জানান, বিকালে কালকিনির ভুরঘাটা থেকে মাদারীপুর যাচ্ছিল একটি বাস।
মস্তফাপুরে এলাকায় আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জগদিশকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। একই স্থানে একটি ইজিবাইক চাপা দিলে পাঁচ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন