অভিমান করে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৭, ২১:২৩

মায়ের সঙ্গে অভিমান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার নাম মোহসীনা মেধা।

বুধবার ভোর চারটার দিকে রাজধানীর ফার্মগেটের পূর্ব নাখালপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে।

মোহসীনা ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা-মায়ের সঙ্গে নাখালপাড়ায় থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

মোহসীনার এক বন্ধু বলেন, ‘মৃত্যুর খবর শোনার পর তার বাসায় গিয়ে শুনি মোহসীনা আত্মহত্যা করেছে। তার মা জানান, ‘রাত তিনটা পর্যন্ত না ঘুমিয়ে মোবাইল চাপতে দেখে তাকে বকাবকি করি। পরে রাত চারটার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখি।’ তবে মায়ের সঙ্গে অভিমান করে মোহসীনা আত্মহত্যা করেছে না অন্য কোনো কারণ ছিল তা জানা যায়নি।

জানতে চাইলে ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক বলেন, ‘আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত তার ব্যাপারে কিছু জানতে পারিনি। তবে বিভাগের কিছু শিক্ষার্থী মেধা নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে আমাকে জানিয়েছে।’

এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এমও/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :