ফরিদপুরে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু ২৩ জানুয়ারি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ১৪:০৭

আগামী ২৩ জানুয়ারি ফরিদপুরে শুরু হচ্ছে ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ১৩তম প্লাস্টিক সার্জারি ক্যাম্প।

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন অ্যারাবিয়ান হাসপাতালে ১২ দিনের এ ক্যাম্প শেষ হবে ৩ ফেব্রুয়ারি।

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হক জানান, ক্যাম্পে ঠোঁটকাটা, তালুকাটা, পোড়াজনিত জটিলতা এবং অন্যান্য ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করা হবে এই ক্যাম্পে। রোগীদের অস্ত্রপচার করবেন হল্যান্ডের প্রখ্যাত প্লাস্টিক সার্জন পিএইচএম স্পাউয়েন, সিএ স্প্রক এবং বাংলাদেশের আবুল কালাম জামাল উদ্দিন। তিনি বলেন, ১০ জানুয়ারি থেকে রোগীদের নাম নিবন্ধন শুরু হয়েছে এবং তা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

ফরিদপুর শহরের অ্যারাবিয়ান হাসপাতালে এসে সরাসরি নাম নিবন্ধন করা যাবে। এছাড়া ০১৮৬২-৭১৩০৮৮, ০১৭১৫-২৮১০৫৭, ০১৭৭৭-৯৮০৯৯৯ এবং ০১৯৯২-৮২৭৯০৯ নম্বরে ফোন করেও নাম নিবন্ধন করা যাবে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :