নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুলের গড় ২২০!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:২৫ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ১৪:১৯

সত্যিই অবিশ্বাস্য। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তিন টেস্টের পাঁচ ইনিংসে ব্যাটিং যথাক্রমে ১৮১, ২২*, ৪৭ ও ১২৬ রান করেছিলেন মুমিনুল। গড়টা ছিল ১৮৮। কিন্তু আজ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম দিন ৬৪ রানের অপরাজিত ইনিংসের সুবাদে মুমিনুলের ব্যাটিং গড় দাঁড়াল ২২০-এ।

তাছাড়া সাদা পোশাকে মুমিনুল হকের মধুর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে যে ক’টা ম্যাচে নেমেছিল মুমিনুল। সব ম্যাচেই হেসেছে তাঁর ব্যাট। এর আগে ২ ম্যাচে ৪ ইনিংস ব্যাট করে ৩৭৬ রান করেছেন মুমিনুল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা বাংলাদেশি রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে তাঁর নাম। রয়েছে দুটি শতরানের ইনিংসও।

ওয়েলিংটনে দারুণ খেলছেন মুমিনুল হক। প্রথম দিন শেষে ১০ চার ১ ছয়ে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো টিম সাউদির এক ওভারে ১৪ রান তুলে নেন মুমিনুল। রীতিমত তাঁকে চার-ছক্কায় নাস্তানাবুদ করেন মুমিনুল।

প্রসঙ্গত, আজকের ম্যাচ ছাড়াই টেস্টে ১৯ ম্যাচ থেকে ১৫৫০ রান করেছেন মুমিনুল। রয়েছে ৪টি শতক আর ১০টি অর্ধশতকের ইনিংস। সর্বোচ্চ ১৮১।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :