নাটোরে পৃথক ঘটনায় শিক্ষকসহ তিনজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৬:৪৮ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ১৬:৩৩

নাটোরে ট্রেনেকাটা পড়ে এবং সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৃথক তিনটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতের তিনজনের মধ্যে স্কুল শিক্ষকের পরিচয় জানা গেছে। তিনি হচ্ছেন- সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিটিআই এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র সাহা।

নাটোর রেল স্টেশনের মাস্টার জমসেদ আলী জানান, দুপুরে রাজশাহীগামী উত্তরা এক্সপেস ট্রেনটি এক নম্বর প্লাটফরম থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় শিক্ষক গোপাল চন্দ্র সাহা রেললাইন পার হওয়ার সময় কাটা পড়েন।

সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া মাসুদ বলেন, গত দেড় বছর ধরে স্কুলে দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন গোপাল চন্দ্র সাহা। সম্প্রতি অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে ছুটি বাড়িয়ে নেয়ার জন্য তার স্ত্রী ফোন করে ছুটি নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই তার মৃত্যুর খবর পাওয়া যায়।

অপরদিকে, জেলার নলডাঙ্গার মাধনগর মহিষমারী ব্রিজ এলাকায় রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত দুইজনের লাশ উদ্ধার করে এবং লালপুরের কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় অপর একজনের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :